জি ২০ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে থেরেসা মে’র বৈঠক

442

লন্ডন, ৬ জুলাই ২০১৭ (বাসস ডেস্ক): ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে জার্মানির হামবুর্গে জি২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। বুধবার যুক্তরাজ্য সরকারের এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
আন্তর্জাতিক অঙ্গনে উভয় নেতা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ার পর তারা শুক্রবার এ দ্বি-পাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন। থেরেসা মে ব্রেক্সিট নিয়ে এবং ট্রাম্প মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত চলায় এ চাপে পড়েছেন।
জার্মানিতে জি২০ শীর্ষ সম্মেলনে উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। উত্তর কোরিয়ার ভাষ্যমতে ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, পিয়ংইয়ংয়ের ব্যাপারে তার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেছে।
সম্মেলন চলাকালে তিনি জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের সঙ্গেও সাক্ষাত করবেন। এদিকে শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ট্রাম্প বৈঠকের কথা রয়েছে।