চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৪ নমুনা পরীক্ষা, পেল আরো ৫’শ কীট

330

চট্টগ্রাম, ২ এপ্রিল, ২০২০ (বাসস): চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-এ করোনা ভাইরাসের ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কারো শরীরে করোনার ভাইরাস পাওয়া যায়নি।
এদিকে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে আরো ৫০০ টেস্ট কিট পাঠিয়েছেন।
বিআইটিআইডি’র মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক শাকিল আহমদ জানিয়েছেন, ১৪টি নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়েছে। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা ৫৫টি। এদের কারোরই করোনা পজিটিভ নয়।
এদিকে দুপুরে হাসপাতালের সহকারী পরিচালক ডা. হোসেন রশিদ চৌধুরীর কাছে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পাঠানো আরও ৫০০ টেস্ট কিট হস্তান্তর করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) করোনা বিষয়ক কেন্দ্রীয় সেলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান।
এর আগে গত ৩১ মার্চ করোনা পরীক্ষার কিট-সঙ্কটের মাঝেই চট্টগ্রামে ৩শ করোনা টেস্ট কিট পাঠান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। সব মিলিয়ে বিআইটিআইডিতে তিন দফায় মোট ১১০০ কিট পাঠানো হয়। এ নিয়ে মোট কিটের সংখ্যা দাঁড়ালো ১৬০০।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বুধবার পর্যন্ত ৪১টি নমুনা পরীক্ষা করা হয়। এছাড়া আইসোলেশনে রয়েছে ৬ জন।