বাফুফের নির্বাহী কমিটির মেয়াদ বাড়ালো ফিফা

296

ঢাকা, ২ এপ্রিল, ২০২০ (বাসস) : করোনাভাইরাসের কারনে সাধারণ সভা ও নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্বান্ত নিয়েছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের সে সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে বিশ্ব ফুটবলের প্রধান সংস্থা ফিফা। ফিফা এ বিষয়ে বাফুফেকে একটি নির্দেশনা দিয়েছে। আজ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে বাফুফে।
চিঠিতে ফিফা আরও জানিয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই সাধারণ সভা ও নির্বাচন আয়োজন করা যাবে। তবে এসময় পর্যন্ত বাফুফের বর্তমান কার্যনির্বাহী কমিটি দায়িত্ব পালন করবে।
৩০ এপ্রিল শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। এর আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা ছিলো। তবে ফিফা অনুমোদন দেয়ায় ৩০ এপ্রিলের পর এজিএম ও নির্বাচন করার কোনো বাধা থাকলো না বাফুফের।
আগামী ২০ এপ্রিল বাফুফের সাধারণ সভা ও এজিএম হওয়ার কথা ছিল। ৩ এপ্রিল তফসিল ঘোষণা করার তারিখ ছিলো।