চিকিৎসা সামগ্রী নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে রুশ বিমান

323

নিউইয়র্ক, ২ এপ্রিল, ২০২০(বাসস ডেস্ক): চিকিৎসা সামগ্রী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান বুধবার যুকরাষ্ট্রে পৌঁছেছে।জাতিসংঘে রুশ মিশন এ কথা জানায়।
মিশনের টুইটার পেইজে পোস্ট করা ছবি ও ভিডিওতে দেখা গেছে, দ্য এন্তোনভ -১২৪ নিউইয়র্কের জেএফকে বিমাবন্দরে অবতরণ করেছে। বর্তমানে আমেরিকায় করোনাভাইরাসের মূল কেন্দ্র এই নিউইয়র্ক।
এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক ঘোষণায় মেডিক্যাল মাস্ক ও সরঞ্জাম নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমান ছাড়ার কথা বলা হয়েছিল।
সোমবার রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে কথোপকথনের পর রাশিয়া এ সাহায্য পাঠিয়েছে। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছে।
রাশিয়া এর আগে করোনায় পর্যুদস্ত ইতালিতে চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞদল পাঠিয়েছে। কিন্তু এসব সাহায্য তেমন কোন কাজে লাগেনি বলে ইতালি থেকে বলা হয়েছে।
তবে ট্রাম্প এ সপ্তাহের প্রথমদিকে বলেছেন, রাশিয়া বিমান বোঝাই করে চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে, যা খুবই চমৎকার।
এদিকে রাশিয়ার স্বাস্থ্য কর্মীরা দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আকস্মিক বেড়ে যাওয়ার খবর দিয়ে বলেছে, বুধবার দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ২,৩৩৭ জনে এবং মারা গেছে ১৭ জন।