বাসস ক্রীড়া-১৫ : করোনায় সহযোগিতার হাত বাড়ালো কোয়াব

256

বাসস ক্রীড়া-১৫
ক্রিকেট-কোয়াব
করোনায় সহযোগিতার হাত বাড়ালো কোয়াব
ঢাকা, ১ এপ্রিল ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের বিপক্ষে লড়াই করার জন্য এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। মহামারির এই কঠিন সময়ে করোনায় ক্ষতিগ্রস্থ, অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সাহায্য তহবিল গঠন করতে যাচ্ছে কোয়াব।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব।
কোয়াবের প্রধান উপদেস্টা হিসেবে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সংগঠনটির সভাপতি নাঈমুর রহমান দুর্জয়কে আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
উপদেষ্টা কমিটিতে আরো আছেন সাবেক ক্রিকেটার জনাব তানভীর মাজহার তান্না ও এনায়েত হোসেন সিরাজ। উপদেষ্টা কমিটিতে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক জনাব সাজ্জাদুল আলম ববি।
উপদেষ্টা কমিটির দিক নির্দেশনায় আহ্বায়ক কমিটি রাজধানী ঢাকা সহ যথাসম্ভব সকল বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে কোয়াবের এই সহায়তা কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ব্যক্তিপর্যায়ে যে সকল বর্তমান ও সাবেক ক্রিকেটার অসহায় মানুষের পাশে আর্থিক সাহায্যে এগিয়ে এসেছেন তাদেরকে কোয়াব আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে।
বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের নিন্মোক্ত ব্যাংক একাউন্টে সহায়তার আহ্বান জানানো যাচ্ছে।
নিচের ব্যাংক একাউন্টে সহায়তার আহ্বান জানানো যাচ্ছে।
ব্যাংক অ্যাকাউন্ট
One Bank Limited,
Dhanmondi branch, Dhaka, Bangladesh.
Account Name: Cricketer’s welfare association of Bangladesh (CWAB),
Account no: 0130105469004.
Swift code: ONEBBDDH
RN no: 165261184
বাসস/এএমটি/১৯৩০/স্বব