বাসস দেশ-১৮ : করোনাভাইরাসে কোলাহলহীন কলকাতা

253

বাসস দেশ-১৮
কলকাতা-লকডাউন
করোনাভাইরাসে কোলাহলহীন কলকাতা
কলকাতা, ১ এপ্রিল, ২০২০ (বাসস) : লাগাতার লক-ডাউনের প্রভাবে চিরচেনা কলকাতা মহনগরী যেন অচেনা শহরে পরিণত হয়েছে। ব্যস্ত এই মহানগরীর সর্বত্রই এখন নীরবতা।
যে নগরী রাত-দিন নিত্য কোলহালে মেতে থাকে, যে নগরে নিত্যদিন ভোরের আলো ফোটার আগেই রাস্তায় হাজারো গাড়ির শব্দ আর লাখো পদচারণায় মুখরিত হয়ে উঠতো সেই চেনা কলকাতা আজ যেন ভূতড়ে নীরব-নিস্তদ্ধ নগরিতে পরিণত হয়েছে। ঘরবন্দি মানুষ, অনিশ্চিত জীবন, দিন মজুর থেকে লাখোপতি একাকার সবাই, কাজ নেই কারো।
কলকাতার অন্যতম ব্যস্ত জায়গা ডালহৌসি, পার্কস্ট্রিট, নিউমার্কেট, চাঁদনীচক, চৌরঙ্গিসহ সব গুলোরই একই ছবি। দোকান অফিস জনমানবশূন্য। অফিস পাড়ার নামী দপ্তরগুলোর গেটে তালা। রাইটার্সের সামনে দাঁড়িয়ে থাকা জিপের ওপর শুকনো পাতার আস্তরণ।
বাসস/কপ্র/এমএন/১৯০৬/আরজি