বাসস ক্রীড়া-১১ : অসহায় মানুষর পাশে জেমি ডে

138

বাসস ক্রীড়া-১১
ফুটবল-জেমি ডে
অসহায় মানুষর পাশে জেমি ডে
ঢাকা, ১ এপ্রিল ২০২০ (বাসস) : প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে দেশে সাধারণ ছুটি হওয়াতে আয়-উর্পাজন না থাকায় বিপদে পড়েছে অসহায়-দুস্থ মানুষরা। তাদের পাশে এগিয়ে আসছেন অনেকেই। উচ্চশ্রেনি থেকে শুরু করে তারকা খ্যাতি পাওয়া এমন মানুষও। নতুন যোগ হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। ৩০০ অসহায় মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছেন তিনি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত শুক্রবার দুপুর থেকে অসহায় মানুষের জন্য খাবার সরবরাহ করে আসছে। প্রতিদিনই অসহায় ২শ মানুষকে খাবার দিচ্ছে বাফুফে। আর সেখানেই সহযোগিতার হাত বাড়িয়েছেন জেমি।
আজ থেকে বাফুফে ভবনে জেমির দেওয়া অর্থে গরিব মানুষকে খাবার দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ।
গণমাধ্যমকে জেমি জানিয়েছেন, ‘করোনাভাইরাসের সময়ে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ। তাই আমি অসহায়দের জন্য এক বেলা খাবারের সহায়তা করেছি।’
প্রায় দুই বছর হতে চলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্ব নিয়েছেন জেমি। অনূর্ধ্ব-২৩ দলকেও দেখভাল করছেন তিনি।
বাসস/এএমটি/১৮৩৫/স্বব