বাসস ক্রীড়া-৯ : নিজের বিশ্বকাপ জেতা জার্সি নিলামে তুলবেন বাটলার

160

বাসস ক্রীড়া-৯
ক্রিকেট-বাটলার
নিজের বিশ্বকাপ জেতা জার্সি নিলামে তুলবেন বাটলার
লন্ডন, ১ এপ্রিল ২০২০ (বাসস) : করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ের জন্য বিশ্বকাপ জয়ী জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জশ বাটলার।
এই জার্সির নিলাম থেকে পাওয়া অর্থ করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন বাটলার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘোষণা দেন গেল ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের এই তারকা খেলোয়াড়। বাটলার জানিয়েছেন, বিশ্বকাপ জয়ী তার জার্সিতে সই রয়েছে বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের বাকি সব ক্রিকেটারের।’
বাটলার আরও লিখেছেন, ‘গত মাসে রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ড হাসপাতাল চ্যারিটির জন্য জরুরি আবেদন করেছিল। যাতে করোনার চিকিৎসার জন্য জীবনদায়ী যন্ত্রপাতি কেনা যায়। সেই আবেদনে সাড়া দিয়েই আমি বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলছি।’
পাশাপাশি একটি ভিডিও বার্তায় বাটলার বলেন, ‘আশা করি আপনারা সবাই নিরাপদে আছেন, বাড়িতে রয়েছেন। আমরা সবাই জানি যে হাসপাতাল, ডাক্তার, নার্সরা সবাই দারুণ কাজ করছে। আগামী দিনে আমাদের পক্ষ থেকে তাঁদের আরও সাহায্য-সহায়তা দরকার।’
বাসস/অনু/এএমটি/১৭৪৫/স্বব