বাসস বিদেশ-৮ : ইউরোপে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়িয়েছে

167

বাসস বিদেশ-৮
ইউরোপ মৃত্যু
ইউরোপে করোনায় মৃত্যু ৩০ হাজার ছাড়িয়েছে
প্যারিস, ১ এপ্রিল, ২০২০ (বাসস ডেস্ক) : ইউরোপে মহামারি করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। বুধবার এএফপি’র উপাত্ত থেকে এ কথা জানা গেছে।
কোভিড ১৯ এ সবচেয়ে বেশি আক্রান্ত ইউরোপে মোট ৩০,০৬৩ জন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে ৪৫৮,৬০১ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। এ সংখ্যা ১২,৪২৮ জন। স্পেনে ৮,১৮৯ জন এবং ফ্রান্সে ৩,৫২৩জন।
এদিকে ইউরোপে মৃত্যুর সংখ্যা ঘোষণার কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্র বলেছে, করোনায় তাদের মৃত্যুর সংখ্যা ৪,০৭৬ জন। এ সংখ্যা শনিবারের চেয়ে দ্বিগুণেরও বেশি এবং চীনের চেয়েও বেশি।
বিশ্বে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।
বাসস/জুনা/১৬২১/আরজি