করোনায় আক্রান্ত মার্কিন গায়ক জন প্রিনের অবস্থা আশংকাজনক

578

ওয়াশিংটন, ৩০ মার্চ, ২০২০ (বাসস ডেস্ক) : গ্রেমি অ্যাওয়ার্ড জয়ী বিখ্যাত মার্কিন ফোক গায়ক জন প্রিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা ‘আশংকাজনক’ বলে জানা গেছে।
রোববার তার পরিবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে বলেছে, কোভিড- ১৯ এর উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা অব্যাহত রয়েছে। কিন্তু তার অবস্থা আশংকাজনক।
গীতিকার ও গায়ক প্রিন(৭৩) জানুয়ারিতে গ্রেমি লাইফটাইম এচিভমেন্ট এওয়ার্ড লাভ করেন।
এর আগে গত ২০ মার্চ তার স্ত্রী ফিয়োনা ইনস্ট্রগ্রাম পোস্টে তার নিজের করোনায় আক্রান্তের খবর জানিয়েছিলেন।