টাঙ্গাইলের কান্দিলায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৬, আহত ১০

324

টাঙ্গাইল, ২৮ মার্চ, ২০২০ (বাসস) : জেলার সদর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা ইউনিয়নের কান্দিলায় আজ একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ৬ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। আজ শনিবার ভোরে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো, টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চর বাধাই গ্রামের সমতুল্লার ছেলে জুলহাস আলী (৫০) ও বগুড়া জেলার দুপচাচিয়া এলাকার মৃত কাদেরের ছেলে আলেক (৪৫)। নিহত অপর ৪ জনের পরিচয় জানা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার কাওরান বাজার হতে ছেড়ে আসা সিমেন্ট বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-১১৭১) বগুড়া যাওয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি রাস্তার আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় সিমেন্টের বস্তার নীচে ১৬ জন লোক আটকা পড়ে। তাদেরকে দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার ৫ জনকে মৃত ঘোষনা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় একজন নারীসহ অপর ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শফিকুল ইসলাম জানান, হতাহতরা সবাই নি¤œ আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের করে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।