পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১২৮

208

ইসলামাবাদ, ১৪ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক) : পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে নির্বাচনী সমাবেশে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার প্রদেশটির মাসটুঙে বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর সিনহুয়া’র।
নিহতের সংখ্যা নিশ্চিত করে প্রদেশটির অর্ন্তবর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বলেন, এই বিস্ফোরণে আহত হয়েছে ১২০ জন ।
বোমা বিস্ফোরণের ঘটনায় প্রদেশটিতে দু’দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। সরকারী ভবনগুলিতে জাতীয় পতাকা অর্ধ-নমিত রাখা হয়েছে।
মাসটুঙ জেলা প্রশাসক কাইউম লাসারি বলেন, বোমা হামলার প্রধান লক্ষ্য ছিলেন রাজনৈতিক নেতা নবাবজাদা সিরাজ রাইসানী। তিনি তার নির্বাচনী এলাকায় নির্বাচনী সমাবেশে নিয়েছিলেন।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন ও অর্ন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নাসির উল মুলক এবং সেনা প্রধান কামার জাবেদ বাজুয়া বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামী স্টেট (আইএস) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।