চট্টগ্রাম নগরীর সড়কে জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে

263

চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরীতে তৃতীয় দিনের মতো জীবাণুনাশক পানি ছিটানো হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় তৃতীয় দিনের মত নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে এ কার্যক্রম শুরু করা হয়। পরে নগরীর জিইসির মোড়ে জীবাণুনাশক পানি ছিটিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। সাথে ছিলেন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
এসময় চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আতঙ্কিত না হয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যে কয়দিন সরকার ছুটি ঘোষণা করেছে সে কয়দিন ঘরে বসে কাটান। সবার সম্মিলিত সচেতনতার মাধ্যমেই করোনা ভাইরাসের মহামারি রোধ করা সম্ভব। যতদিন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব না কমবে, ততদিন পুরো শহরজুড়ে জীবাণুনাশক পানি ছিটানো অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মেয়র বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নির্দেশনা মেনে চলুন। তাহলে সম্মিলিত প্রচেষ্টায় আমরা করোনাভাইরাস প্রতিরোধ করতে পারবো।