সচল চট্টগ্রাম বন্দর, পণ্য পরিবহনে ৬টি ট্রেন

226

চট্টগ্রাম, ২৭ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের কারণে সারাদেশে জনজীবন একপ্রকার স্থবির হলেও সচল রয়েছে চট্টগ্রাম বন্দর, কাস্টমসসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। কাজ করছে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার কর্মীরাও।
বন্দর সূত্র জানিয়েছে, বন্দর দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য খালাস, ছাড় ও পরিবহন চলছে। আর বন্দর দিয়ে আসা পণ্য মালবাহী ট্রেনের মাধ্যমে দ্রুত পৌঁছে যাচ্ছে সারাদেশে। সাধারণ ছুটির মধ্যেও যাতে দেশের মানুষ খাদ্যপণ্যসহ প্রয়োজনীয় পণ্যের কোন সংকটে না পড়েন সে ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর পরিচালনা পর্ষদের সদস্য জাফর আলম জানিয়েছেন, ‘ডব্লিওএইচও’র নির্দেশনা অনুসরণ করেই বন্দরের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বন্দর পর্ষদের একজন করে সদস্য পালাক্রমে অফিস করবেন। এদিকে খাদ্যপণ্য, চিকিৎসাসহ জরুরি পণ্যের শুল্কায়ন ও খালাস কার্যক্রম সচল থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম।
বন্দর কর্মকর্তারা আরও জানান, ‘করোনা ভাইরাসের কারণে যাতে খাদ্যের ঘাটতি না হয়, সেজন্য বন্দর দিয়ে প্রচুর পণ্য আসছে। এতে তেলবাহী কন্টেইনার যেমন আছে, তেমনি আসছে বিভিন্ন খাদ্যপণ্যও।’
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক বলেন, ‘৬টি মালবাহী ট্রেন প্রতিদিনি বিভিন্ন পণ্য নিয়ে চট্টগ্রাম থেকে সারাদেশে যাচ্ছে। যেহেতু যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তাই মালবাহী এসব ট্রেন কোন শিডিউল বিপর্যয় ছাড়াই পৌঁছে যাচ্ছে গন্তব্যে।’
তিনি বলেন, ‘আগে যেখানে দিনে ৩-৪টি মালবাহী ট্রেন চলাচল করতো, সেখানে এখন ৬ থেকে ৮টি ট্রেন চলাচল করছে। এর ফলে সাধারণ সময়ের তুলনায় সাচ্ছন্দ্যে পণ্য পরিবহন ও গন্তব্যে পৌঁছে দেয়া সম্ভব হচ্ছে।’