বাসস দেশ-২৩ : করোনা সংক্রান্ত টিভি মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়ের পূর্বের আদেশ বাতিল

397

বাসস দেশ-২৩
তথ্যমন্ত্রণালয়-সেল
করোনা সংক্রান্ত টিভি মনিটরিংয়ে তথ্য মন্ত্রণালয়ের পূর্বের আদেশ বাতিল
ঢাকা, ২৬ মার্চ, ২০২০ (বাসস) : বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে জারিকৃত পত্রে ভুল ভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে।
আজ বৃহষ্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে কোভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য তথ্য মন্ত্রণালয়ে একটি সেল গঠন করা হয়।
বাসস/সবি/বিকেডি/২৩০০/-স্বব