বাসস দেশ-৩৫ : চট্টগ্রাম সিটি করপোরেশনের জীবণুনাশক ঔষধ ছিটানো শুরু

434

বাসস দেশ-৩৫
চসিক-জীবণুনাশক
চট্টগ্রাম সিটি করপোরেশনের জীবণুনাশক ঔষধ ছিটানো শুরু
চট্টগ্রাম, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : চট্টগ্রাম নগরের ৪১টি ওয়ার্ডের জনসমাগমের স্থানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে জীবনুনাশক ঔষধ ছিটানো শুরু হয়েছে।
নগরবাসীর সুরক্ষায় আজ মঙ্গলবার সকাল থেকে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের নির্দেশে এই কার্যক্রমের সূচনা হয়। আজ দুপুর থেকে নগরের আদালত ভবন, বিভিন্ন মার্কেট ও কাঁচাবাজার, রাস্তার মোড়ে মোড়ে চসিকের পক্ষ থেকে জীবানুনাশক ওষুধ ছিটানো হয়।
সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান ‘আগামীকাল (বুধবার) সকাল ১০ টায় দামপাড়াস্থ চসিক কার্যালয় থেকে ১৬ হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ৩টি পানির ভাউজারের মাধ্যমে নগরীর প্রতিটি সড়কে জীবানু নাশক ওষুধ ছিটানো হবে। এই কার্যক্রম নিয়মিত চলবে।’
বাসস/ডিবি/এমএন/২১৫৫/এবিএইচ