করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বৃদ্ধি

619

ঢাকা, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাসের কারণে প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে আয়োজিত এক সভায় জানানো হয়, শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাক প্রাথমিক থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, এসময় শিক্ষার্থীরা বাসায় অবস্থান করবে এবং রোগতত্ত্ব রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিয়ার) ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলবে।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উদ্যোগে আগামী ২৮ মার্চ শনিবার থেকে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সংসদ টিভির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচারিত হবে।
সভায় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ মাাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন প্রমুখ।
আজ শিক্ষামন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেন।