বাজিস-৬ : কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

136

বাজিস-৬
কমিল্লা-নিহত-২
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২
কুমিল্লা (দক্ষিণ), ২৪ মার্চ, ২০২০, (বাসস) : জেলার চৌদ্দগ্রামে আজ সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। মৃতরা হলেন,চালক বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নুর আহাম্মদের ছেলে পেয়ার আহাম্মদ (৩৮) ও যাত্রী লুদিয়ারা গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মোঃ বাহার (৪৫)। মঙ্গলবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় এ দুর্রঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক নয়টায় পেয়ার আহাম্মদ তাঁর সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী বাহারকে নিয়ে আমজাদের বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় দ্রুতগামী পিকআপের ধাক্কায় দুমড়ে মুচড়ে সিএনজি অটোরিকশা রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশা চালক পেয়ার আহাম্মদ ও যাত্রী বাহার গুরুতর আহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ শরীফ জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
বাসস/সংবাদদাতা/১৪৩০/নূসী।