জয়পুরহাটে বাজার মনিটরিং ও ব্যবসায়ীর জরিমানা

219

জয়পুরহাট, ২৪ মার্চ, ২০২০ (বাসস) : করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আজ মঙ্গলবার বাজার মনিটরিং ও অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীর সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেনের নেতৃত্বে বাজার মনিটরিং টিম জেলা শহরের চাল বাজার, পূর্ব বাজার ও কাঁচা বাজার নামে পরিচিত মাছুয়া বাজারে অভিযানে নামে। এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা অতিরিক্ত মূল্যে চাল বিক্রি করায় মারিয়া চাল ঘরের ৩ হাজার টাকা ও পেঁয়াজ বেশি দামে বিক্রি করায় অপর এক ব্যবসায়ীর ২ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এ সময় বাজার মনিটরিং কর্মকর্তা, চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মোনাব্বর হোসেন বলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে বাজার মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।