পেরুতে বিচার বিভাগীয় দুর্নীতি প্রশ্নে আইনমন্ত্রী বরখাস্ত

402

লিমা, ১৪ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা শুক্রবার আইনমন্ত্রী সালভাদর হারেসিকে বরখাস্ত করেছেন। বিচারবিভাগীয় দুর্নীতির একের পর এক অডিও রেকর্ড প্রকাশের পর তিনি তাকে সরিয়ে দিলেন। এসব রেকর্ডিংয়ে বিচারিক কার্যক্রমে অপ্রয়োজনীয় প্রভাব খাটানোর বিষয় উঠে এসেছে। খবর এএফপি’র।
টুইটার বার্তায় ভিজকারা বলেন, ‘বিচারবিভাগীয় প্রক্রিয়ার সংস্কারের স্বার্থে আমি মন্ত্রী হারেসিকে পদত্যাগ করতে বলেছি। ‘ এ মেয়াদে পেরু প্রয়োজনে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।’
হারেসি ও সুপ্রিম কোর্টের বিচারক কাসার হিনোস্ট্রজার মধ্যে হওয়া কথাপোকথন টেলিভিশনে প্রচারের পর প্রেসিডেন্ট ভিজকারা এমন পদক্ষেপ নিলেন। এসব অডিও রেকর্ডিংয়ের কেন্দ্রে থাকা বিচারকদের অন্যতম একজন হচ্ছেন হিনোস্ট্রজা।
টুইটারে দেয়া এক বার্তায় হারেসি তার পদত্যাগ পত্র জমা দেয়ার কথা নিশ্চিত করেছেন।
এদিকে পেরুর বিচারবিভাগীয় দুর্নীতির প্রতিবাদ জানাতে দেশটির হাজার হাজার নাগরিক রাজধানী লিমার রাজপথে বিক্ষোভ প্রদর্শন করে।