বাসস বিদেশ-১ : পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা : নিহতের সংখ্যা ১০৫

317

বাসস বিদেশ-১
পাকিস্তান-বিস্ফোরণ-প্রাণহানি
পাকিস্তানে রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলা : নিহতের সংখ্যা ১০৫
ইসলামাবাদ, ১৪ জুলাই, ২০১৮ (বাসস ডেস্ক): পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং জেলায় এক রাজনৈতিক সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১০৫ জনে দাঁড়িয়েছে। এতে দেড় শতাধিক লোক আহত হয়েছে। নিহতদের মধ্যে একজন নেতা রয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
নিহতের এ সংখ্যা নিশ্চিত করে বেলুচিস্তান প্রদেশের তত্ত্বাবধায়ক স্বরাষ্ট্রমন্ত্রী আগা ওমার বলেন, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
জঙ্গি গ্রুপ ইসলামিক স্টেট তাদের ওয়েবসাইটে এ হামলার দায়িত্ব স্বীকার করেছে।
মাস্তুংয়ের উপ-কমিশনার কায়িম লশারি জানান, এ হামলার প্রধান লক্ষ্য ছিল রাজনৈতিক নেতা নওয়াবজাদা সিরাজ রাইসানি। তিনি তার আসনে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছিলেন। আত্মঘাতী হামলাকারী তাকে লক্ষ্যকরেই বোমার বিস্ফোরণ ঘটায়।
এ নেতাকে প্রাদেশিক রাজধানী কোয়েটার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি মারা যান। ২০১১ সালে সন্ত্রাসী হামলায় তার কিশোর বয়সী ছেলে নিহত হয়।
প্রাদেশিক পরিষদের একটি আসনে বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী রাইসানি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বোমা নিস্ক্রিয় স্কোয়াড জানায়, এ হামলায় ১৮ থেকে ২০ কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে।
লশারি জানান, আহতদের মধ্যে আরো ২২ জনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসাইন, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নারি-উল-মুলক এবং সেনা প্রধান কামার জাভেদ বাজওয়া এ হামলার নিন্দা জানিয়েছেন।
বাসস/এমএজেড/১০৫০/এমএবি