বিএনপি জনগণকে বিশ্বাস করে না : খাদ্যমন্ত্রী

728

ঢাকা, ১৩ জুলাই ২০১৮ (বাসস) : খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি জনগণকে বিশ্বাস করেনা, ভোটেও বিশ্বাস করেনা। এমনকি নির্বাচন কমিশনকেও তারা বিশ্বাস করেনা।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) কথায় কথায় বিদেশীদের কাছে নালিশ করে। বিএনপির ধারণা জনগণ নয়, অলৌকিক কোন শক্তি তাদের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দেবে।’
আজ শুক্রবার বিকালে নিজ নির্বাচনী এলাকা (ঢাকা-২) কেরানীগঞ্জের পারজোয়ার কালিন্দী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মিদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে ভরাডুবি হবে- এটা জেনেই নির্বাচনকে বিতর্কিত করতে নানামুখী ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বিএনপি।’
দেশের উন্নয়নের জন্য দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘নৌকায় ভোট দিলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে।’
তিনি আগামি নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
আওয়ামী লীগ নেতা আবুল হাসান মোস্তানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবলীগ সভাপতি শফিউল আজম খান বারকু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ আলী চৌধুরী সেলিম প্রমুখ।