বাজিস-৪ : গোপালগঞ্জে মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে ব্যতিক্রমী উদ্যোগ

308

বাজিস-৪
গোপালগঞ্জ-হেলমেট
গোপালগঞ্জে মোটরসাইকেল চালকদের হেলমেট পরতে ব্যতিক্রমী উদ্যোগ
গোপালগঞ্জ, ১৩ জুলাই ২০১৮ (বাসস) : গোপালগঞ্জে হেলমেট পরতে উদ্বুদ্ধ করার জন্য মোটরসাইকেল চালকদের হাতে গাছের চারা পুরস্কার হিসেবে তুলে দেয়া হয়েছে।
শুক্রবার দুপরে গোপালগঞ্জ শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় ‘আমরা সবাই পরোপকারী’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এ উদ্যোগ গ্রহণ করে।
কার্যক্রম চলাকালে ওই সড়কে চলাচলকারী হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের সাথে কুশল বিনিময় করেন সংগঠনের সদস্যরা। পওে তাদের একটি করে ফলদ বৃক্ষের চারা তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। যে সব চালক হেলমেট না পরে মোটরসাইকেল চালিয়েছেন তাদের গতিরোধ করে হেলমেট পরার পরামর্শ দেয়া হয় এবং তাদের হাতেও একটি করে গাছের চারা ধরিয়ে দেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনের সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল ইমরান সুমন, গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুসলীমা জান্নাতুল তানিয়াসহ সংগঠনের বেশ কিছু সদস্য উপস্থিত ছিলেন।
বাসস/সংবাদদাতা/১৯০৩/মরপা