বাসস ক্রীড়া-১৩ : বিশ্বকাপে ডোপিংয়ের সব নমুনার ফল নেগেটিভ

315

বাসস ক্রীড়া-১৩
ফুটবল-বিশ্বকাপ-ডোপিং
বিশ্বকাপে ডোপিংয়ের সব নমুনার ফল নেগেটিভ
মস্কো, ১৩ জুলাই, ২০১৮ (বাসস/তাস) : রাশিয়া বিশ্বকাপ ফুটবল চলাকালে ডোপ টেস্টের জন্য সংগৃহীত সব নমুনার ফলাফলই নেগেটিভ পাওয়া গেছে। ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ফিফা একথা জানিয়েছে।
ফিফা জানায়, ‘বিশ্বকাপ উপলক্ষে ফিফা এই বছর সর্ববৃহৎ ডোপ পরীক্ষার কার্যক্রমটি পরিচালনা করেছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ন্যাশনাল এন্টি-ডোপিং এজেন্সিস এন্ড কনফেডারেশন্স এর মাধ্যমে ২,০৩৭টি পরীক্ষা পরিচালনা করেছে ফিফা। সংগ্রহ করেছে ৩,৯৮৫ নমুনা। তন্মধ্যে ফিফা সরাসরি সংগ্রহ করেছে ২,৭৬১টি নমুনা। এদের মধ্যে শুধুমাত্র একজন খেলোয়াড়ের দেহে ভেষজ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে।
সবগুলো নমুনাই সংগ্রহ করা হয়েছে ওয়ার্ল্ড এন্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) এক্রেডিটেড পরীক্ষাগারে। এর বেশীরভাগই ম্যাচ চলাকালে সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলো সুইজারল্যান্ডের লুসানেতে নিয়ে যাওয়া হয়েছে। তাপ নিরোধক নিরাপদ বক্সে করে সেগুলো বহন করা হয়েছে, যেমন বক্স সচরাচর ব্যবহৃত হয় ব্যাংকগুলোর অর্থ পরিবহনে। যে বক্স শুধুমাত্র বৈদ্যুতিক চাবি দ্বারা খোলা হয়।
বাসস/তাস/এমএইচসি/১৮৫৫/-আসচৌ