ব্রার্থওয়েটের সেঞ্চুরিতে প্রথম দিনেই ভালো অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ

224

কিংস্টন, ১৩ জুলাই, ২০১৮ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ওপেনার ক্রেইগ ব্রার্থওয়েট। তার সেঞ্চুরিতে জ্যামাইকা টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৯৫ রান তুলেছে ক্যারিবীয়রা। ২৭৯ বলে ১১০ রান করেন ব্রার্থওয়েট। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
এ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের নবম ওভারেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানে বাংলাদেশ। ওপেনার ডেভন স্মিথকে ব্যক্তিগত ২ রানে ফিরিয়ে দেন অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ।
দলীয় ৫৯ রানে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ধাক্কাও দিয়েছেন মিরাজ। তিন নম্বরে নামা কাইরেন পাওয়েলকে ২৯ রানের বেশি করতে দেননি মিরাজ। চার নম্বরে নামা শাই হোপও থামেন ২৯ রানে। তবে তাকে শিকার করেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ফলে ১৩৮ রানে তৃতীয় উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
এরপর দলের হাল ধরেন ব্রার্থওয়েট ও সিমরোন হেটমায়ার। চতুর্থ উইকেটে ১০৯ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থায় পৌছে দেন তারা। ব্রার্থওয়েটকে দলীয় ২৪৭ রানে থামিয়ে এই জুটি ভাঙ্গেন বাংলাদেশের সফল বোলার মিরাজ। অবশ্য ততক্ষণে নিজের ৪৯তম টেস্টে অষ্টম সেঞ্চুরির স্বাদ পেয়ে যান ব্রার্থওয়েট। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেঞ্চুরি পাওয়া ইনিংসে ৯টি চার মারেন তিনি।
ব্রার্থওয়েটের ফিরে যাবার পর উইকেটে হেটমায়ারের সঙ্গী হন রোস্টন চেজ। দিনের শেষ পর্যন্ত এই দু’জন উইকেটে থেকে যান। হেটমায়ার ৮৪ ও চেজ ১৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মিরাজ ৯০ রানে ৩টি ও তাইজুল ৬৫ রানে ১ উইকেট নেন।