বাজিস-২ : ভোলায় বসত বাড়িতে বনায়ন কর্মসূচি’র উদ্বোধন

151

বাজিস-২

ভোলা-বনায়ন-উদ্বোধন

ভোলায় বসত বাড়িতে বনায়ন কর্মসূচি’র উদ্বোধন

ভোলা, ১৩ জুলাই, ২০১৮ (বাসস) : জেলার উপজেলা সদরে আজ বসত বাড়ি বনায়ন কর্মসূচি-২০১৮-এর উদ্বোধন করা হয়েছে। ‘বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন’ কর্মসূচি’র আওতায় আজ শুক্রবার সকালে ধনিয়া ইউনিয়নের আলগী এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম সিদ্দিক। অনুষ্ঠানে জেলার ১৫শ’ বসত ঘরে (পরিবার) ২০টি করে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।জেলা প্রশাসক বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য পরম বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় সবুজ বনায়নের কোন বিকল্প নেই। তাই বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় বসত বাড়িতে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে। এর প্রেক্ষিতেই আজকের চারা রোপন কর্মসূচি। মূলত উপকূলীয় এলাকায় অগ্রাধিকার দিয়ে এসব বৃক্ষরোপণ করা হচ্ছে।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া, বন বিভাগের সদর উপজেলা রেঞ্জ অফিসার মো. কামরুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমদাত হোসেন কবির। ভোলা উপকূলীয় বন বিভাগের বাস্তবায়নে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে নারকেল, সুপারি, আকাশমনী, লেবু, পেয়ারা, বহেরা, হরতকি, আমলকি, তাল, খেজুর, রেইনট্রি, জলপাই, অর্জুন, পোস্তাবাদাম, তেতুল, পেঁপে ইত্যাদি গাছের চারা রোপণ করা হয়।

বাসস/এইচএএম/১৪১০/মরপা