বাসস দেশ-৩২ : করোনার কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা

367

বাসস দেশ-৩২
শিক্ষা প্রতিষ্ঠান-বন্ধ
করোনার কারণে পশ্চিমবঙ্গের শিক্ষা প্রতিষ্ঠান ছুটি ঘোষণা
কলকাতা, ১৪ মার্চ ২০২০ (বাসস) : করোনা আতঙ্কের কারণে পশ্চিমবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নির্দেশ দেয়া হয়েছে।
আগামী ১৬ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রাজ্যের সকল স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় ছুটি থাকবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ পরীক্ষাও এই সময় বন্ধ থাকবে, তবে বিভিন্ন বোর্ডের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন থেকে আজ এক নির্দেশিকা জারি করে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়।
অন্যদিকে, করোনার কারণে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ও ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব হোস্টেল খালি করে দেয়ার নির্দেশ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের ফিরতে নিষেধ করা হয়েছে। আইআইটি খড়্গপুরও বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিরেক্টর ভি কে তিওয়ারি। রাজ্যের বেসরকারি বিভিন্ন নামীদামী স্কুলও ইতোমধ্যেই ছুটি ঘোষণা করেছে।
বাসস/সংবাদদাতা/এমএসএইচ/২২৩০/-কেকে