ফরিদপুরে পল্লী কবি জসীমউদ্দীনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত

1065

ফরিদপুর, ১৪ মার্চ, ২০২০ (বাসস) : নানা আয়োজনের মধ্যে দিয়ে জেলায় পল্লী কবি জসীমউদ্দীনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল ৮টায় জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ডালিম গাছের পাদদেশে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান ও আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এ সময় কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে কবি’র বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক রোকসানা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ও ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা।
এতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তর, কবি পরিবারের সদস্যবৃন্দ, আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ, কবি’র প্রতিবেশি, স্থানীয় ব্যক্তিবর্গ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
১৯৭৬ সালের এই দিনে পল্লী কবি ঢাকায় ইন্তেকাল করেন।
তাকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর পৈত্রিক বাড়ির তার প্রিয় ডালিম গাছের তলায় দাফন করা হয়।