বাসস দেশ-৪১ : হুগলি নদীতে দুই বার্জের সংঘর্ষে বাংলাদেশের পণ্যবাহী বার্জ ডুবে গেছে : দুই জন আহত

414

বাসস দেশ-৪১
কোলকাতা-বার্জ
হুগলি নদীতে দুই বার্জের সংঘর্ষে বাংলাদেশের পণ্যবাহী বার্জ ডুবে গেছে : দুই জন আহত
কোলকাতা, ১২ মার্চ, ২০২০ (বাসস) : কোলকাতার অদূরে হুগলি নদীতে বজবজের কাছে দু’টি মোটর বার্জের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশের একটি পণ্যবাহী বার্জ ডুবে গেছে।
আজ দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে কোলকাতা বাংলাদেশ উপ-হাইকমিশনের কন্স্যুলার মোঃ বশির উদ্দীন বাসসকে জানান।
তিনি বলেন, কোলকাতা পোর্ট ট্রাস্টের একটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাঝ নদীতে ডুবে যায় বাংলাদেশের পণ্যবাহী জাহাজ ‘এম ভি মমতাময়ী মা’। এই দুর্ঘটনায় বাংলাদেশী মোটর-বার্জের দু’জন কর্মী আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতলে পাঠানো হয়েছে। সেখানে অবস্থানরত বাংলাদেশের অপর এক বার্জ লাইফ জ্যাকেটের সাহায্যে বাকী কর্মীদের উদ্ধার করে।
বশির জানান, আজ সকালে কোলকাতা পোর্ট থেকে সিইএসসি–র ফ্লাই অ্যাশ নিয়ে বড় আকারের একটি মোটর-বার্জ বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে। এই বার্জটির সাথে বিপরীত দিক থেকে আসা বাংলাদেশের ‘এমভি মমতাময়ী মা’ নামের বার্জটির সাথে সংঘর্ষ ঘটে। এতে  বাংলাদেশী মোটর-বার্জটির বেশি ক্ষতি হয় এবং ডুবে যায়।
এ ব্যাপারে কোলকাতা পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাংলাদেশী বার্জটি উদ্ধারে কাজ চলছে।
বাসস/সংবাদদাতা/এমএআর/২৩৫২/এবিএইচ