৯৯৯ এ ফোন কলে মংলায় ১২ জন রোহিঙ্গা আটক

482

ঢাকা, ১২ মার্চ, ২০২০ (বাসস) : ৯৯৯ নম্বরে এক নাগরিকের ফোন পেয়ে বাগেরহাটের মংলা থানাধীন দিগরাজ বাজার থেকে ১২ জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মংলা থানার পুলিশ।
বাংলাদেশ পুলিশ পরিচালিত “জাতীয় জরুরী সেবা ৯৯৯” এ বুধবার রাত পৌণে ৮টায় এক ব্যক্তি মংলার দিগরাজ বাজার থেকে ফোন করে জানান, তিনি বাজারের মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে দেখেন কিছু শিশু, মহিলা ও পুরুষ মসজিদের বাইরে মুসল্লীদের কাছে অর্থ সাহায্য চাচ্ছিল। তারা নিজেদের গরীব, অসহায় ও ক্ষুধার্ত বলে মুসল্লীদের সহানুভূতি আদায় করার চেষ্টা করছিল। কিন্তু তাদের কথা বার্তা ও চেহারা দেখে তার সন্দেহ হলে তিনি ৯৯৯ এ ফোন করেন।
৯৯৯ তাৎক্ষণিকভাবে মংলা থানার ডিউটি অফিসারের সাথে কলারের কথা বলিয়ে দেন। সংবাদ পেয়ে মংলা থানার এএসআই শাহাবুর ফোর্সসহ ঘটনাস্থলে যান। তিনি পরে ৯৯৯ কে জানান সেখানে তিনি ৯ জন শিশু, ২ জন মহিলা ও ১ জন পুরুষসহ মোট ১২ জনকে পান, তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করেন। তিনি তাদের আটক করে থানায় নিয়ে এসেছেন।
তারা কিভাবে কোথা হতে মংলা পৌঁছাল সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে এবং আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।