বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

528

ঢাকা, ১১ মার্চ, ২০২০ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরকারী জিম্বাবুয়ে ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট, একদিনের আন্তর্জাতিক ম্যাচ (ওডিআই) ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের জন্য টাইগারদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আজ এক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ এবং ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে অভিনন্দন জানান।
বার্তায় তিনি বলেন, ‘জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে আমাদের খেলোয়াড়দের টিম-স্পিরিট ও ক্রীড়া-নৈপুণ্য দেখে গোটা জাতি গর্বিত।’
তিনি বলেন, এই সাফল্য খেলাধুলায় বর্তমান সরকারের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সহায়তার ফসল।
তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতেও বিজয়ের এই ধারা অব্যাহত রাখবে।
বাংলাদেশ ক্রিকেট টিম আজ শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচে ৯ উইকেটে পরাজিত করে ২-০-তে সিরিজ জয় করে।
বাংলাদেশ দল ৪৮ রানে প্রথম টি-২০ ম্যাচে জয় লাভ করে। এর আগে টেস্ট ও তিন ম্যাচের ওডিআইতেও বিজয়ী হয় তারা।