নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করলেন এলজিআরডি মন্ত্রী

271

ঢাকা, ১২ জুলাই, ২০১৮ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ১১ জুলাই বুধবার নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেছেন।
এসময় কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী তাকে স্বাগত জানান। কনসাল জেনারেল কনস্যুলেট এর কার্যক্রম মন্ত্রীকে অবহিত করেন।
ঢাকায় প্রেরিত এক তথ্য বিবরণীতে আজ এ খবর জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন কনস্যুলেট এর বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং কনস্যুলার সেবাপ্রার্থী অপেক্ষমান প্রবাসীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ-খবর নেন।
পরিদর্শনের সময় কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী প্রবাসীদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের দৃঢ় প্রতিজ্ঞার কথা উল্লেখ করেন।
বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও ২০৪১ এর বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য মন্ত্রী বিদেশে বাংলাদেশ মিশনসমূহে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি আহ্বান জানান।
স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ সময় উপস্থিত ছিলেন।
এলজিআরডি মন্ত্রী জাতিসংঘে গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।