চাহিদার ৯৮ ভাগ ওষুধ স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেটানো হয় : জাহিদ মালেক

682

সংসদ ভবন, ১২ জুলাই, ২০১৮ (বাসস) : বর্তমানে দেশের চাহিদার ৯৮ ভাগ ওষুধ স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেটানো হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের পক্ষে প্রতিমন্ত্রী জাহিদ মালেক সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের পক্ষে একই দলের সেলিনা জাহান লিটা উত্থাপিত এক প্রশ্নের জবাবে আরো বলেন, বর্তমানে দেশে উৎপাদিত বিশ্বমান সম্পন্ন ওষুধ দেশীয় চাহিদা মিটিয়ে বিশ্বের ৫০টিরও বেশি দেশে রফতানি করা হচ্ছে।
সরকারি দলের আবদুল মান্নানের এক বিষয়ের ওপর করা এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভেজাল বা নি¤œ মানের ওষুধ উৎপাদন ও বাজারজাত রোধে মন্ত্রণালয় থেকে তৎপর রয়েছে। বিশেষ করে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে নকল ও ভেজাল ওষুধ চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে এসব কারণে দেশের ৩০টি ওষুধ কোম্পানী বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ওষুধের দাম নিয়ন্ত্রণেও এ ওষুধ প্রশাসন সবসময়ই মনিটরিং করছে। আর এসব অপরাধের দায়ে ইতোমধ্যে অনেককে কারাদন্ড ও জরিমানা করা হয়েছে।