কলম্বিয়ার প্রেসিডেন্টের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

247

ঢাকা, ১২ জুলাই, ২০১৮ (বাসস) : যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়া উদ্দিন ১০ জুলাই বোগোটা প্রেসিডেন্সিয়াল প্যালেসে কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোসের কাছে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন।
বৈঠকে জিয়াউদ্দিন বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কলম্বিয়ার প্রেসিডেন্টকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা যায়।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও কলম্বিয়ার মধ্যে বর্তমানে খুবই চমৎকার সম্পর্ক বিরাজ করছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট বলেন, দু’দেশের রয়েছে অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য এবং এ দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করে যাবে।
রাষ্ট্রদূত কলম্বিয়অর পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন।