বাজিস-২ : জয়পুরহাটে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চার চাষের মাঠ দিবস অনুষ্ঠিত

176

বাজিস-২
জয়পুরহাট-ধৈঞ্চা
জয়পুরহাটে মাটির স্বাস্থ্য সুরক্ষায় ধৈঞ্চার চাষের মাঠ দিবস অনুষ্ঠিত
জয়পুরহাট, ১২ জুলাই, ২০১৮ (বাসস) : মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার হিসাবে খ্যাত ধৈঞ্চা চাষের কলা কৌশল বিষয়ে বৃহষ্পতিবার কৃষক-কৃষাণীদের নিয়ে মাঠ দিবসের আয়োজন করে সদর উপজেলা কৃষি বিভাগ।
সদর উপজেলার ধলাহার ইউনিয়নের জামতলী গ্রামের কৃষক আজিজুল ইসলাম মাটির স্বাস্থ্য সুরক্ষায় কৃষি মন্ত্রনালয়ের ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ২০ শতাংশ জমিতে ধৈঞ্চা চাষ করেন। ওই জমিতে আয়োজিত মাঠ দিবসের অনুষ্ঠানে ধৈঞ্চা চাষের কলাকৌশল ও বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুধেন্দ্র নাথ রায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় চাষী গোলাম মোস্তাফা আকন্দ। উপ সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল জালাল মন্ডলের সঞ্চালনায় মাঠ দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সবুজ সার হিসেবে ধৈঞ্চা চাষের কলাকৌশল, ডিজিটাল কৃষি সেবা ও রোপা আমনের বিভিন্ন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম। এ ছাড়াও ধৈঞ্চা চাষের উপকারিতা নিয়ে বক্তব্য রাখেন স্থানীয় কৃষক সাহাবুদ্দিন, সাহিদা খাতুন, শফিউল ইসলাম, হারুনুর রশিদ প্রমূখ।
সবুজ সার খ্যাত ধৈঞ্চা চাষের মাঠ প্রদর্শনীর অনুষ্ঠানে জামতলী এলাকার দেড় শতাধিক কৃষক কৃষাণী অংশগ্রহণ করেন।
বাসস/সংবাদদাতা/১৪২০/মরপা