শরীয়তপুরের জাজিরায় নতুন ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

1879

শরীয়তপুর, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : পদ্মা সেতু ও জাজিরা উপজেলার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে জাজিরার নাওডোবায় নতুন ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা ইউনিয়নের জমাদ্দারকান্দি গ্রামে নবনির্মিত এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আল মামুন সিকদার, সিনিয়র সহাকারী পুলিশ সুপার সদর সার্কেল তানভীর হায়দার, সহকারী পুলিশ সুপার নড়িয়া সার্কেল কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল কল্লোল কুমার দত্ত, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পালং মডেল থানা, মো: মনিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাজিরা থানা মো: এনামুল হক, জমি দাতা নাসির উদ্দিন জমাদ্দার প্রমুখ।
স্থানীয় জমি দাতা নাসির উদ্দিন জমাদ্দারের দানকৃত ২০ শতক জমির ওপর পুলিশ বিভাগ প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে এ ট্রাফিক পুলিশ বক্সেটি নির্মাণ করে।
পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, এই ট্রাফিক পুলিশ বক্সটি স্থাপনের ফলে পদ্মা সেতুর জাজিরা অঞ্চলসহ পুরো জাজিরা উপজেলার সড়ক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি যে কোন ধরনে অপরাধ দমনে পুলিশ কার্যকর ভুমিকা গ্রহণ করতে সক্ষম হবে।