মাদক ও সন্ত্রাস-জীবন থেকে জীবন কেড়ে নেয় : পলক

742

নাটোর, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : সংস্কৃতি চর্চা ও খেলার মাঠে ফিরে আসতে শিক্ষার্থী ও যুব সমাজের প্রতি আহবান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মাদক ও সন্ত্রাস-জীবন থেকে জীবন কেড়ে নেয়।
তিনি বলেন, অন্যদিকে সংস্কৃতি ও ক্রীড়াচর্চা জীবনকে সুস্থ ও সুন্দর করে গড়ে তোলে। আর তাই শিক্ষার্থীসহ যুব সমাজকে সংস্কৃতি ও খেলার সবুজ মাঠে ফিরে আসতে হবে।
জুনাইদ আহমেদ পলক আজ জেলার সিংড়া উপজেলার দমদমা স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলার ১২ টি ইউনিয়ন ফুটবল দলের অংশগ্রহনে ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চলনবিলের সকল জনপদে বছর ব্যাপী বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হবে। ফুটবল শেষ হলে শিক্ষার্থীদের জন্যে সাঁতার প্রতিযোগিতা শুরু হবে।
তিনি বলেন, উপজেলার ৮০ হাজার শিক্ষার্থীকে সাঁতার শেখানো হবে। এ লক্ষ্যে উপজেলার ১২টি ইউনিয়নের প্রত্যেকটিতে এবং পৌর এলাকায় সাঁতার শেখা ও চর্চা করার জন্যে অন্তত একটি পুকুর মাছ চাষ মুক্ত রাখা হবে।
পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় টুর্ণামেন্ট কমিটির সভাপতি আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
এর আগে পলক খেলার মাঠে জেলা পরিষদের অর্থায়নে ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মিনি গ্যালারিরও উদ্বোধন করেন।