বাসস সংসদ-৭ : সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ পাস

386

বাসস সংসদ-৭
বিল-পাস
সংসদে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ পাস
সংসদ ভবন, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ২০১৮ আজ সংসদে পাস করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন।
বিলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন অব্যাহত রাখতে বিদ্যুৎ উৎপাদনে দায়মুক্তির সময়সীমা আরো ৩ বছর বৃদ্ধি করে মোট ১১ বছর করার বিধান করা হয়েছে।
বিদ্যমান আইনে এ মেয়াদ ৮ বছর রয়েছে। এ ৮ বছরের মেয়াদ আগামী ১১ অক্টোবর শেষ হয়ে যাবে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর জন্য এ সময়সীমা আরো ৩ বছর অর্থাৎ ২০২১ সাল পর্যন্ত বর্ধিত করতে এ বিলে বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির সেলিম উদ্দিন, আব্দুল মুনিম চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, রুস্তম আলী ফরাজী, ফখরুল ইমাম, নূর-ই-হাসনা লিলি চৌধুরী ও বেগম রওশন আরা মান্নান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনলে তা কন্ঠ ভোটে নাকচ হয়ে যায়।
বাসস/এমআর/১৮৫৫/বেউ/-আসচৌ