রোমানিয়ায় প্রথম করোনা ভাইরাস রোগী সনাক্ত

225

বুখারেস্ট, ২৭ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক):রোমানিয়ায় এ প্রথম এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।
খবর সিনহুয়া’র।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর কোস্তাচে বুধবার রাতে ২০ বছর বয়সী এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত করেন।
ওই ব্যক্তি মঙ্গলবার বাড়ি ফেরার আগে ভাইরাসে আক্রান্ত ৭১ বছর বয়সী এক ইতালীয় নাগরিকের সঙ্গে সাক্ষাত করেন।
কোস্তাচে জানান, আক্রান্ত তরুন এই নাগরিককে ইতালীয় নাগরিকের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার কারণে পরীক্ষা করা হয়। ইতালীর ওই নাগরিক ১৮ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত রোমানিয়ার দক্ষিণাঞ্চল সফর করেন।
তাকে পৃথক রাখায় পরিবারের বাকি সাত সদস্য আক্রান্ত হয়নি। মন্ত্রী বলেন, শহরে নয়, গ্রামে করোনাভাইরাস ছড়ানোয় আমরা কার্যকর পদক্ষেপ নিতে পারবো। কারণ শহরের তুলনায় গ্রামে জনসংখ্যা কম।