বাসস রাষ্ট্রপতি-২ : রাষ্ট্রপতি উরুগুয়ের পথে লন্ডন পৌঁছেছেন

433

বাসস রাষ্ট্রপতি-২
হামিদ-লন্ডন
রাষ্ট্রপতি উরুগুয়ের পথে লন্ডন পৌঁছেছেন
ঢাকা, ২৬ য়েব্রুয়ারি, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১১ দিনের সফরে উরুগুয়ে যাওয়ার পথে আজ সকালে লন্ডনে পৌঁছেছেন।
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী বাসস’কে বলেন, রাষ্ট্রপতিকে নিয়ে আমিরাত এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট ইকে ৫৮৫ স্থানীয় সময় সকাল ১১টা ৫১ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানান। লন্ডনে বাংলাদেশ মিশনের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রা সহকারে রাষ্ট্রপতি হামিদকে পার্কলেনে লন্ডন হিল্টনে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি উরুগুয়ের মন্টেভিডিও যাওয়ার আগে ছয় ঘন্টা যাত্রাবিরতি করবেন।
যুক্তরাজ্যের ব্রিটিশ-বাংলাদেশী কমিউনিটির প্রতিনিধিরা সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
বাংলাদেশ আওয়ামী লীগের ইউকে চ্যাপ্টারের সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাধারণ সম্পাদক সৈয়দ সাইয়েদুর রহমান ফারুক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
১১ দিনের উরুগুয়ের সফরের অংশ হিসেবে রাষ্ট্রপতি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে লাতাম এয়ারলাইন্সের ফ্লাইট (এলএ ৮০৮৫) যোগে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবেন।
বাংলাদেশের রাষ্ট্রপতি ১ মার্চ মন্টেভিডিওতে উরুগুয়ের প্রেসিডেন্সিয়াল কমান্ড হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেবেন।
উরুগুয়ে থেকে ফিরে এসে আবদুল হামিদের ৫-৬ মার্চ লন্ডনে কিছু বেসরকারী সূচিতে যোগ দেয়ার কথা রয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
রাষ্ট্রপ্রধান আজ সকালে ঢাকা ত্যাগ করেন। আমিরাত এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের নিয়ে আজ ভোর ১টা ৩৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা এই সফরে আবদুল হামিদের সাথে রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ঢকায় ব্রাজিলের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), পররাষ্ট্র সচিব এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে বিদায় জানান।
রাষ্ট্রপতি হামিদ ৭ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
বাসস/এসআইআর/অনু-এইচএন/২২৪৫/-এবিএইচ