বাসস দেশ-২৮ : মুজিব জন্মশতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে নাগরিক কমিটি গঠন, বছরব্যাপী অনুষ্ঠানমালার পরিকল্পনা

420

বাসস দেশ-২৮
মুজিব বর্ষ-লন্ডন
মুজিব জন্মশতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে নাগরিক কমিটি গঠন, বছরব্যাপী অনুষ্ঠানমালার পরিকল্পনা
ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে যুক্তরাজ্যে প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিক, পেশাজীবী, কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক কর্মীসহ সর্বস্তরের বাংলাদেশি-ব্রিটিশদের নিয়ে একটি নাগরিক কমিটি গঠন ও বছরব্যাপী অনুষ্ঠানমালার ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
একুশের অমর গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটির প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম, কার্যকরি আহ্বায়ক সুলতান মাহমুদ শরীফ ও সদস্য সচিব যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
আজ ঢাকায় প্রাপ্ত এক খবরে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ নাগরিক কমিটি ও মুজিব জন্মশতবর্ষ উদযাপনে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক সম্মেলনে সুলতান মাহমুদ শরীফ ও সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আগামী ১৭ মার্চ ২০২০ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী থেকে শুরু করে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ১৭ মার্চ, ২০২০ জাতির পিতার জন্মদিনের অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা, ২৩ মার্চ হাউস অব ব্রিটিশ পার্লামেন্টে লর্ডসের সদস্য, ব্রিটিশ মন্ত্রী ও এমপিদের নিয়ে ‘ব্রিটিশ-বাংলাদেশ-বঙ্গবন্ধু ঐতিহাসিক সম্পর্র্ক’ বিষয়ে আলোচনা, ১৩ এপ্রিল নর্থওয়েস্ট (ম্যানচেষ্টার)-এ ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা, ১৯ এপ্রিল ‘সাহিত্য, সংস্কৃতির্চ্চায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা, ৫ জুলাই যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাঙালি বংশোদ্ভূত নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি হলে ‘জাতি ও রাষ্ট্র বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা, ২৬ অক্টোবর বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ‘কারাগারের রোজনামচা’ থেকে শতকন্ঠে পাঠ, ১৭ নভেম্বর যুক্তরাজ্যে বসবাসরত মূলধারার বাঙালি ব্যবসায়ীদের নিয়ে ‘বঙ্গবন্ধুর বাণিজ্য ভাবনা’ বিষয়ে আলোচনা অনুষ্ঠান, ৪ঠা জানুয়ারি ২০২১ যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তণ নেতা-কর্মীদের নিয়ে ‘ছাত্রলীগ ও বঙ্গবন্ধু সম্পর্ক’ বিশেষ আলোচনা, ১০ই জানুয়ারি জাতির পিতার লন্ডন হয়ে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা, ১৮ই জানুয়ারি যুক্তরাজ্যের বিভিন্ন কাউন্সিল থেকে নির্বাচিত বাঙালি কাউন্সিলারদের নিয়ে ‘জননেতা থেকে বিশ্বনেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ শীর্ষক আলোচনা এবং ১৭ই মার্চ, ২০২১ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশরতœ, জননেত্রী শেখ হাসিনার ভূমিকা ও বঙ্গবন্ধরু ১০১তম জন্মবার্ষিকীর আলোচনা সভা।
বাসস/সবি/২০১৩/আরজি