বাসস রাষ্ট্রপতি-১ : পযর্টন খাতের বিকাশে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি

275

বাসস রাষ্ট্রপতি-১
হামিদ-মালদ্বীপ-বাংলাদেশী দূত
পযর্টন খাতের বিকাশে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস)-: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পর্যটন খাতের বিকাশে মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেদেশে নব-নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল নাজমূল হাসানের প্রতি আহবান জানিয়েছেন।
মালদ্বীপে নব-নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এডমিরাল হাসান আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এ আহবান জানান।
রাষ্ট্রপ্রধান বৈঠকে বাংলাদেশী নয়া দূতকে বলেন, বাংলাদেশ যাতে পযর্টন খাতে উন্নতি করতে পারে, এ জন্য মালদ্বীপের অভিজ্ঞতা কাজে লাগাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নয়া হাইকমিশনার মালদ্বীপে তার দায়িত্বপালনকালে রাষ্ট্রপতির সব ধরনের সহায়তা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন ।
এ সময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ এবং পররাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বাসস/এসআইআর/অমি/২০৩০/-আসাচৌ