বারি’র কৃষি প্রযুক্তি হাত বইয়ের মোড়ক উম্মোচন

604

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস): বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) প্রকাশিত ‘কৃষি প্রযুক্তি হাতবই’-এর নবম সংস্করণের মোড়ক উম্মোচন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
গত রবিবার কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে তিনি এই বইটির মোড়ক উম্মোচন করেন।
বারি উদ্ভাবিত বিভিন্ন জাত ও প্রযুক্তির বিস্তারিত বিবরণী সম্বলিত কৃষি প্রযুক্তি হাতবই-এর নবম সংস্করণে সর্বমোট ৪২৪টি জাত ও অন্যান্য ১১২টি প্রযুক্তির বর্ণনা করা হয়েছে।
যে কোনো ব্যক্তি বইটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান কার্যালয় থেকে ৫০০ টাকা ভর্তুকিমূল্যে সংগ্রহ করতে পারবেন।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানে কৃষি সচিব মো. নাসিরুজ্জামান, বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব, বারি’র সাবেক মহাপরিচালক ড. আবুল কালাম আযাদ ও বারি’র পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো. নাজিরুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।