বাসস দেশ-২৮ : কাউন্সিলর রাজীব দুই দিনের রিমান্ডে

427

বাসস দেশ-২৮
রাজীব- রিমান্ড
কাউন্সিলর রাজীব দুই দিনের রিমান্ডে
ঢাকা, ২৪ ফেব্রুয়ারি ২০২০ (বাসস) : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়াডের বহিস্কৃত কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালত হাজির করে পুলিশ।এসময় মোহাম্মদপুর থানার অর্থ পাচার মামলায় তার বিরুদ্ধে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ মিল্লাত হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অর্থ পাচারের অভিযোগে গত ১২ ফেব্রুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় সিআইডি বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করে।
১৯ অক্টোবর দিবাগত রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসায় আত্মগোপনে থাকা রাজীবকে গ্রেফতার করে র‌্যাব। ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।
বাসস/ সংবাদদাতা/ এমএআর/২২৫০/এবিএইচ