বিভ্রান্তিমূলক শিরোনাম করার অভিযোগে ওয়াল স্ট্রিট জার্নালের ২ রিপোর্টারকে বহিষ্কার করেছে চীন

499

বেইজিং, ২৪ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : একটি বিতর্কিত শিরোনাম করায় ক্ষুব্ধ হয়ে সোমবার ওয়াল স্ট্রিট জার্নালের দুই রিপোর্টারকে বহিষ্কার করেছে চীন। খবর এএফপি’র।
তিন রিপোর্টারকে গত সপ্তাহে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। কিন্তু ওই লেখার সঙ্গে তারা জড়িত ছিল না। গত কয়েক বছর ধরে চলে আসা বিদেশী গণমাধ্যমের বিরুদ্ধে হয়রানিমূলক পদক্ষেপের মধ্যে এটা ছিল সবচাইতে কঠোর।
ওই জার্নালে ‘চায়না ই দ্যা রিয়াল সিক ম্যান অব এশিয়া’ শিরোনামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক অধ্যাপক করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে চীন সরকারের সমারোচনা করেছিলেন।
এএফপি’র এক রিপোর্টার শিন ও ওয়েনকে মাস্ক পরে নিরাপত্তার মধ্য দিয়ে ফ্লাইটের জন্য বেইজিং এর প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর দেখেছেন।