বাসস রাষ্ট্রপতি-১ : তিন দিনের সফরে রাষ্ট্রপতি চট্টগ্রাম পৌঁছেছেন

238

বাসস রাষ্ট্রপতি-১
রাষ্ট্রপতি-চট্রগ্রাম-সফর
তিন দিনের সফরে রাষ্ট্রপতি চট্টগ্রাম পৌঁছেছেন
চট্টগ্রাম, ২২ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে তিন দিনের সফরে আজ চট্টগ্রাম পৌঁছেছেন।
সফরকালে রাষ্ট্রপতি চারটি আর্টিলারিতে পতাকা প্রদান অনুষ্ঠানে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৪তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন।
রাষ্ট্রপতি আজ একটি হেলিকপ্টারে পারিবারিক সদস্যসহ সফরসঙ্গীদের নিয়ে আর্টিলারি সেন্টারে অবতরণ করনে। রাষ্ট্রপতির সাথে তার সচিবগণ রয়েছেন।
চট্টগ্রামে রাষ্ট্রপতিকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ।
রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণের পর আর্টিলারি সেন্টারের ভিআইপি কমপ্লেক্স ও স্কুলের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
সেন্টারের মুশফিক মিলনায়তনে রাষ্ট্রপতি পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন।
নৈশ ভোজসহ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি‘র আগামীকাল প্যারেড গ্রাউন্ড মাঠে ১, ২ ও ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এডি রেজিমেন্ট আর্টিলারিকে জাতীয় মান প্রদান করার কর্মসূচি রয়েছে।
সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি আগামী ২৪ ফেব্রুয়ারি বিজিবি প্রশিক্ষণ সেন্টার ও কলেজে বিজিবির ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
বাসস/এএসজি/এসআইআর/অনু-কেকে/০০০৬/কেকে