জয়পুরহাটে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

592

জয়পুরহাট, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : রোপা আমনের প্রদর্শনীর জন্য ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় ৩০ জন কৃষকের মাঝে আজ বুধবার কৃষি উপকরন বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বাসস’কে জানায়, বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে রয়েছে আমন ধানের বীজ সংরক্ষণের জন্য একটি ড্রাম ও ধানের জাত প্রদর্শনের জন্য একটি সাইনবোর্ড। সদর উপজেলার কৃষি অফিস চত্বরে আয়োজিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ সুধেন্দ্র নাথ রায়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেরাজুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফাহমিদা নাহার প্রমূখ।
কৃষি বিভাগ জানায়, ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত রোপা আমনের প্রদর্শনীর ৩০ জন কৃষকের মাঝে উপকরণ হিসাবে বীজ সংরক্ষণের জন্য একটি ড্রাম ও সাইনবোর্ড প্রদান করা হয়েছে। ড্রাম পাওয়ার ফলে কৃষকরা গুণাগুণ বজায় রেখে আমন ধানের বীজ সংরক্ষণ করতে সক্ষম হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা সেরাজুল ইসলাম।