বিশ্বকাপে দক্ষিণ আমেরিকানদের মধ্যে উরুগুয়ে সেরা পারফরমেন্স করেছে : সুয়ারেজ

490

লন্ডন, ১১ জুলাই, ২০১৮ (বাসস) : চলমান রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নিয়েছে উরুগুয়ে। তবে চলতি বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের মধ্যে উরুগয়ে সেরা দল বলে দাবি করলেন দেশটির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। তিনি বলেন, ‘বিশ্বকাপে আমরা ভালো করেছি। তবে আমাদের আরও ভালো করা প্রয়োজন ছিলো। তবে দক্ষিণ আমেরিকার মধ্যে উরুগুয়ে সেরা পারফরমেন্স করেছে।’
গ্রুপ পর্বে তিনটি ম্যাচই জিতে উরুগুয়ে। ফলে শতভাগ সাফল্য নিয়ে শেষ ষোলোতে উঠে তারা। শেষ ষোলোতেও দুর্দান্ত ফুটবলশৈলি প্রদর্শন করে উরুগুয়ে। পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে ২০১০ সালের পর আবারো কোয়ার্টারফাইনালে পৌঁছে উরুগুয়ে। তবে এখানেই থেমে যায় উরুগুয়ের বিশ্বকাপ মিশন। ফ্রান্সের কাছে ২-০ গোলে হারের স্বাদ নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নেয় দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে।
তারপরও সুয়ারেজের মতে দক্ষিণ আমেরিকার মধ্যে বিশ্বকাপ আসরে সেরা দল উরুগুয়েই । তিনি বলেন, ‘আমরা বাড়তি দল হিসেবে বিশ্বকাপে গিয়েছিলাম। কিন্তু আমরা পঞ্চমস্থানে থেকে বিশ্বকাপ শেষ করেছি। দক্ষিণ আমেরিকার মধ্যে এটিই এবারের বিশ্বকাপে সেরা দল এবং এজন্য আমাদের প্রশংসা করা উচিত।’
শেষ আট থেকে বিদায় নিলেও দলের পারফরমেন্সে খুশী সুয়ারেজ। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছি। চারটি জিতেছি। ১টি ম্যাচ হেরেছি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে, আমরা ভালো খেলেছি। নক-আউটের ঐ ম্যাচটি জিততে পারিনি বলে আমাদের বিদায় নিতে হলো। দিনটি আমাদের ছিল না।’
তবে আরেক স্ট্রাইকার এডিনসন কাভানি খেললে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো বলে জানান সুয়ারেজ। তিনি বলেন, ‘কাভানি দুর্দান্ত এক খেলোয়াড়। পর্তুগালের বিপক্ষে তার দু’টি গোলই তার প্রমানই দেয়। কাভানি মাঠে থাকা মানেই প্রতিপক্ষের চিন্তার প্রধান কারন। শেষ আটে কাভানি না থাকায় ফরাসিরা চ্যালেঞ্জের মুখে পড়েনি। তাই সহজেই ম্যাচ জিতে নেয় তারা। তবে কাভানি থাকলে এমন ফল হতো না।’
বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল থেকে বিদায় নেয়ার পর কোচ হিসেবে অসকার তাবারেজের থাকা উচিত কি-না, এমন প্রশ্নের জবাবে সুয়ারেজ বলেন, ‘আমার মনে হয় সে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দলকে সাফল্য এনে দিতে নিজেকে উজার করে দিয়েছে। তাই দলে তারারেজকে প্রয়োজন রয়েছে।’