বাসস বিদেশ-৮ : গুলেনের সাথে সংযোগ থাকা সন্দেহে কয়েকশ’ লোককে গ্রেফতারের নির্দেশ তুরস্কে

145

বাসস বিদেশ-৮
তুরস্ক-রাজনীতি
গুলেনের সাথে সংযোগ থাকা সন্দেহে কয়েকশ’ লোককে গ্রেফতারের নির্দেশ তুরস্কে
ইস্তাম্বুল, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ (বাসস ডেস্ক) : তুর্কি কর্তৃপক্ষ ফেতুল্লাহ গুলেনের নেটওয়ার্কের সাথে সংযোগ থাকার সন্দেহে নতুন করে কয়েকশ’ লোককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। গুলেনকে ২০১৬ সালের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য দায়ী করা হয়। মঙ্গলবার সরকারি বার্তা সংস্থা আনাদলু একথা জানায়। খবর এএফপি’র।
যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম ধর্মপ্রচারক ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বে আন্দোলন নির্মূল করার লক্ষ্যে গত তিন বছরে হাজার হাজার লোককে গ্রেফতার করা হয়েছে। যদিও গুলেন এ সামরিক অভ্যুত্থানের দায় নিতে অস্বীকৃতি জানিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক আন্দোলনে তুরস্কের জনগোষ্ঠীর সমর্থন রয়েছে।
সর্বশেষ তদন্তের প্রেক্ষিতে আঙ্কারা প্রসিকিউটর’স দপ্তর তদন্তের অংশ হিসেবে দেশের ৬৭টি নগরীতে ৪৬৭ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে।
বাসস/এমএজেড/১৯০৫/জুনা