বাসস বিদেশ-১০ : থাইল্যান্ডের গুহা থেকে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ উদ্ধার

501

বাসস বিদেশ-১০
থাইল্যান্ড-গুহা-উদ্ধার
থাইল্যান্ডের গুহা থেকে ১২ কিশোর ও তাদের ফুটবল কোচ উদ্ধার
মেই সাই (থাইল্যান্ড), ১০ জুলাই, ২০১৮ (বাসস) : দীর্ঘ ১৮ দিন পর আজ থাইল্যান্ডের একটি গুহায় আটকে পড়া ১২ কিশোর ও তাদের ফুটবল কোচকে উদ্ধার করা হয়েছে।
থাই নেভি সীলস এক ফেসবুক পোস্টে মঙ্গলবার সন্ধ্যায় এ খবর জানায়।
তিন দিনের এক কষ্টকর মিশন শেষে আজ তাদের উদ্ধার করা হলো।
নেভি সীলস-এর পোস্টে বলা হয়, ‘ওয়াইল্ড বোরস’ নামের ফুটবল টিমের ১২ কিশোরের সবাইকেই উদ্ধার করা হয়েছে। পোস্টে বলা হয়, ১২ কিশোরের সবাই নিরাপদ রয়েছে।
পোস্টে আরো বলা হয়, নেভি সীলের চারজন ডুবরী এখনো উঠে আসেননি। এদের মধ্যে একজন ডাক্তার।
নজিরবিহীন এই উদ্ধার অভিযানের তৃতীয় দিনে সন্ধ্যায় শেষ পাঁচ কিশোরকে নিয়ে সীল সদস্য ও আন্তর্জাতিক ডুবুরিরা উঠে আসেন।
এই কিশোররা গত ২৩ জুন থাইল্যান্ডের থাম লুয়াং গুহা কমপ্লেক্সে নেমে আটকা পড়ে।
বাসস/এএফপি/এইচএন/১৯৪০/জহ/আরজি